Asia Systems এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, আমাদের ডেলিভারি পণ্য, ভাঙ্গা, দাগ, ক্ষত, রং নষ্ট হওয়া ইত্যাদি অবশ্যই ভালভাবে দেখে এবং বুঝে নেবেন। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে কোন ধরনের সমস্যার জন্য Asia Systems দায়ী হবে না এবং কোন সমস্যাযুক্ত পূর্ণ দায়ভার নেবে না। ধন্যবাদ।।
****যেকোনো পণ্য অর্ডার করার পর, পরিবর্তন কিংবা বাদ দিতে চান তাহলে অবশ্যই তিন (৩)থেকে ছয় (৬)ঘন্টার মধ্যেই অর্ডারকৃত পণ্য বাদ কিংবা পরিবর্তন করতে পারবেন।
****কোন গ্রাহক যদি পণ্য অর্ডার করে,অগ্রিম টাকা Asia Systems কে প্রেমেন্ট দিয়ে থাকে অবশ্যই তিন (৩) থেকে ছয় (৬)ঘণ্টার মধ্যে ফেরত নিতে পারবে এবং Asia Systems দিতে বাধ্য থাকিবে, এরই মধ্যে যদি কোন গ্রাহকের পণ্য ডেলিভারির জন্য গাড়িতে কিংবা কুরিয়ারে পাঠানো হয়, তাহলে গ্রাহকে ডেলিভারি চার্জ কেটে রাখা হবে,চার্জ কেটে রাখার পর পেমেন্ট কিত বাকি টাকা ফেরত দেওয়া হবে।। ধন্যবাদ।।